গণজাগরণ মঞ্চের মুখপাত্র ডা. ইমরান এইচ সরকারকে আটক করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। বুধবার বিকেল সাড়ে চারটার দিকে শাহবাগে ‘বিচার বহির্ভুত হত্যাকাণ্ডের’ প্রতিবাদে আয়োজিত সমাবেশ থেকে তুলে নিয়ে যাওয়া হয়।
জানা গেছে, বুধবার বিকেলে শাহবাগে গণজাগরণ মঞ্চের আয়োজন কর্মসূচি ছিল। একইসাথে ছাত্র ইউনিয়নের একটি কর্মসূচি চলছিল। এসময় হঠাৎ এই মাইক্রোবাস এসে জাদুঘরের সামনে থেকে ইমরান এইচ সরকারকে তুলে নিয়ে যায়। এ সময় ছাত্র ইউনিয়ন সাধারণ সম্পাদক লিটন নন্দীসহ সংগঠনটির কর্মীরা বাধা দিলে র্যাব সদস্যরা তাদের লাঠিপেটা করে। এতে ঢাকা মহানগর ছাত্র ইউনিয়নের সভাপতি দীপক শীল আহত হয়।
মহানগর ছাত্র ইউনিয়নের সভাপতি দীপক শীল আরটিভি অনলাইনকে বলেন, হঠাৎ সিভিল ড্রেস পরা কয়েকজন লোক মাইক্রোবাসে করে ইমরানকে তুলে নিয়ে যাচ্ছিল। আমরা বাধা দিলে আগে থেকেই র্যাব সদস্যরা লাঠিপেটা করে।শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসান আরটিভি অনলাইনকে বলেন, সেখানে ছাত্র ইউনিয়নের কর্মসূচি ছিল। আমরা তাদের নিরাপত্তা দিচ্ছিলাম। ইমরান এইচ সরকারকে পুলিশ তুলে নিয়ে যায়নি। র্যাব-১০ এর সদস্যরা তাকে নিয়ে গেছে। গণজাগরণ মঞ্চের মুখপাত্রকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক মুফতি মাহমুদ খান।