প্রেস বিজ্ঞপ্তি। সৃজন’ মেধাবৃত্তি পরীক্ষা ২০১৯ এর ফলাফল প্রকাশিত হয়েছে অাজ। সকালে ‘সৃজন’ মেধাবৃত্তি প্রকল্পের ফেইসবুক অাইডি ‘সৃজন মেধাবৃত্তি পরীক্ষা’য় এই ফলাফল প্রকাশ করেছে।
উল্লেখ্য- ২১ ডিসেম্বর ২০১৯ গ্রাসরুটস্ স্কুল বৈলছড়ী এবং কালীপুর শাখায় দুই শিফট এ এই পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল। এতে দুটি ইউনিয়নের প্রায় দুই শতাধিক শিক্ষার্থী অংশ গ্রহণ করেছে।
বিঃদ্রঃ- আগামী ৬ই মার্চ ২০২০ইং,রোজ জুমাবার, বিকাল ২ঘটিকায় গ্রাসরুটস্ স্কুল বৈলছড়ী শাখায় পুরস্কার বিতরণ অনুষ্ঠান হবে।