প্রেস বিজ্ঞপ্তি- সৃজন মেধাবৃত্তি ২০১৯ এর পরীক্ষাগ্রহণ সম্পন্ন হয়েছে আজ। গ্রাসরুটস স্কুলের বৈলছড়ী ও কালিপুর শাখায় দুই শিফটে আজ সকালে এই পরীক্ষা গ্রহণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। পরীক্ষায় বৈলছড়ী ও কালিপুরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের তৃতীয় থেকে নবম শ্রেণীর ২০৪ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। গত তিন বছরে শুধুমাত্র বৈলছড়ী ইউনিয়নের শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের কাছ থেকে এই পরীক্ষা গ্রহণ করা হলেও এইবারে তার পরিসর বাড়িয়ে কালিপুর ইউনিয়নের শিক্ষা প্রতিষ্ঠানকেও যুক্ত করা হয়েছে।
চতুর্থবারের মতো অনুষ্ঠিত হওয়া এই বৃত্তি পরীক্ষার ফলাফল আগামী ফেব্রুয়ারি’২০ এ প্রকাশ হতে পারে। পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদেরকে আনুষ্ঠানিকভাবে পুরস্কৃত করা হবে।