BanshkhaliTimes

সূর্য তরুণ ক্লাবের কমিটি: সভাপতি গিয়াস, সম্পাদক কায়েম

BanshkhaliTimes

ঐতিহ্যবাহী বাঁশখালীর সূর্য তরুণ ক্লাবের সভাপতি নির্বাচিত হয়েছেন মুহাম্মদ গিয়াস উদ্দিন রকিব এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মুহাম্মদ কায়েম। কমিটি ঘোষণা করেন অত্র ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক জিয়াউল হক ইমরান। গত বৃহস্পতিবার ২০২১-২০২৩ সালের জন্য পাঁচ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কার্যকরী কমিটি ঘোষণা করা হয়। এতে সাংগঠনিক সম্পাদক হিসেবে মুহাম্মদ আমিনুল হক আদনান, অর্থ সম্পাদক হিসেবে মুহাম্মদ আমজাদ হোসেন সাকিব ও দপ্তর সম্পাদক হিসেবে মুহাম্মদ মহিউদ্দিন চৌধুরী রাকিব দায়িত্বপ্রাপ্ত হন। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন অত্র ক্লাবের সাবেক সভাপতি এয়ার মোহাম্মদ পেয়ারু। অনুষ্ঠানে স্থায়ী কমিটির সদস্যবৃন্দ ও ক্লাব সদস্যগণ উপস্থিত ছিলেন।

অত্র ক্লাবের মূল প্রতিপাদ্য বিষয়গুলো হচ্ছে – সামাজিক উন্নয়ন, শিক্ষার উন্নয়ন, ক্রীড়ার উন্নয়ন ও যুব উন্নয়ন। নির্বাচিত সভাপতি গিয়াস বলেন- আমার লক্ষ্য হচ্ছে, আমার ক্লাবের সকল মেম্বারদের দক্ষ করে গড়ে তোলা। সাথে সাথে উপজেলা, জেলা ও জাতীয় পর্যায়ে আমার ক্লাব মেম্বাররা যাতে নিজেদেরকে অন্যদের চেয়ে ভালভাবে তুলে ধরে ক্লাবকে প্রেজেন্ট করতে পারে সে লক্ষ্য নিয়ে কাজ করা।পাশাপাশি ব্লাড ক্যাম্পিং, বস্ত্র বিতরণ, বৃক্ষরোপণ কর্মসূচী ও দরিদ্র মানুষকে সহযোগিতা করা।
প্রেস বিজ্ঞপ্তি

Spread the love

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *