BanshkhaliTimes

সুললিত কণ্ঠের তেলাওয়াতে বাঁশখালী মাতাবেন ৭ দেশের ক্বারী!

বাঁশখালী টাইমস: মাস্টার নজির আহমদ ট্রাস্ট কর্তৃক পরিচালিত আম্বিয়া খাতুন মহিলা মাদ্রাসার উদ্যোগে বরাবরের মত আন্তর্জাতিক ক্বেরাত সম্মেলন ও ৬ষ্ঠ বার্ষিক মাহফিল আগামীকাল অনুষ্ঠিত হবে, ইনশাল্লাহ। সকাল ৮ ঘটিকা হতে বাদে যোহর পর্যন্ত সমগ্র বাঁশখালীর বিভিন্ন মাদ্রাসার ছাত্রছাত্রীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হবে ইসলামী সাংষ্কৃতিক প্রতিযোগিতা। ট্রাস্টের পক্ষ থেকে সাংষ্কৃতিক প্রতিযোগিতায় অংশগ্রহণে সকলের প্রতি দাওয়াত রইল।

BanshkhaliTimes

বাংলাদেশের বিখ্যাত ক্বারীদের পাশাপাশি ক্বেরাত মাহফিলের মূল আকর্ষণ বিদেশী ক্বারীদের মধ্যে মিসর, কানাডা, তাঞ্জানিয়া, ভারত, ইন্দোনেশিয়া, যুক্তরাজ্যের বিশ্বনন্দিত ক্বারীরা সুললিত কন্ঠে পবিত্র কোরআন তেলাওয়াতে অংশ নিবেন বলে জানিয়েছেন ট্রাস্টের সদস্য সচিব মুজিবুর রহমান সি আইপি। প্রতিবারের ধারাবাহিকতায় বাঁশখালীবাসীর আন্তরিক অংশগ্রহণ করার আহবান জানিয়েছেন তিনি।

উল্লেখ্য মহিলাদের জন্য আলাদা প্যান্ডেল, প্রোজেক্টেরের ব্যবস্থা থাকবে এবারেও।

Spread the love

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *