কাথরিয়া বাগমারা উচ্চ বিদ্যালয়ের সুবর্ণজয়ন্তী উৎসবের দ্বিতীয় দিনে বক্তব্য দেয়ার পর মৃত্যুর কোল ঢলে পড়েন এক প্রাক্তন ছাত্র।
ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজেউন
তার নাম রেজাউল করিম লিটন ও বয়স ৪০ বলে জানা গেছে। ঢাকায় তার গার্মেন্টস ব্যবসা ছিল বলে জানান তার নিকটাত্মীয়। সে উক্ত বিদ্যালয়ের ১৯৯৪ ব্যাচের ছাত্র ছিল।
এক প্রত্যক্ষদর্শী জানান বিকাল ৩ টার দিকে বক্তব্য দেয়ার পর হঠাৎ স্ট্রোক করে পড়ে যান। হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।
এদিকে আজকের পূর্বনির্ধারিত মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান হবে কিনা জানতে চাইলে এক দায়িত্বশীল জানান- অনুষ্ঠান যথারীতি চলবে।
উল্লেখ্য, আজ সন্ধ্যায় রবি চৌধুরীসহ ঢাকা থেকে আগত স্বনামধন্য শিল্পীরা গান পরিবেশনার কথা রয়েছে।