BanshkhaliTimes

সুনামগঞ্জ জেলার শ্রেষ্ঠ এসআই নির্বাচিত হলেন বাঁশখালীর শামছুল আরেফীন

BanshkhaliTimes

বাঁশখালী টাইমস: সুনামগঞ্জ জেলার ‘শ্রেষ্ঠ এসআই’ হিসেবে পুরস্কৃত হয়েছেন বাঁশখালীর সন্তান মুহাম্মদ শামছুল আরেফীন তোহা।

সদ্যসমাপ্ত আগস্ট মাসে পেশাগত দায়িত্ব পালনে অসামান্য ভূমিকার স্বীকৃতি হিসেবে তিনি ২ ক্যাটাগরিতে শ্রেষ্ঠ অফিসার হিসেবে পুরস্কৃত হয়েছেন। ‘সুনামগঞ্জ জেলার সর্বোচ্চ গ্রেফতারী পরোয়ানা তামিলকারী অফিসার’ ও ‘অভিন্ন মানদন্ডের আলোকে সর্বোচ্চ প্রাপ্তমান’ উভয় পুরস্কার তুলে দেন সুনামগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ এহসান শাহ।

সুনামগঞ্জ জেলার ছাতক থানায় কর্মরত এসআই মুহাম্মদ শামছুল আরেফীন ২০১৮ সালে বাংলাদেশ পুলিশে ক্যাডেট সাব-ইন্সপেক্টর পদে যোগদান করেন৷ তিনি
ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অনার্স এবং মাস্টার্স ডিগ্রী লাভ করেন৷

শামছুল আরেফীন তোহা বাঁশখালী উপজেলার বৈলছড়ী ইউনিয়নের অভ্যারখীল গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি
শাহাব উদ্দিন ও নাসরিন আক্তার দম্পতির প্রথম সন্তান।
ইতোপূর্বে তিনি পেকুয়া থানা, রামু থানাসহ কক্সবাজারের বিভিন্ন ইউনিটে কর্মরত ছিলেন।

পেশাগত সাফল্যের অনুভূতি হিসেবে তিনি বাঁশখালী টাইমসকে বলেন- ‘দায়িত্ব পালন করতে গিয়ে সততা ও সর্বোচ্চ আন্তরিকতাকে গুরুত্ব দেয়ার চেষ্টা করেছি। আগামীতেও পুলিশ বিভাগের ভাবমূর্তি উজ্জ্বল ও দেশের কল্যাণে কাজ করে যেতে চাই।’

Spread the love

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *