বাঁশখালী টাইমস প্রতিবেদক: বৈলছড়ী ইউনিয়নের গুরুত্বপূর্ণ পয়েন্টে সিসিক্যামেরা বসানোর ফলে আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ও সামাজিক নিরাপত্তা জোরদার হয়েছে বলে জানা গেছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়- বৈলছড়ী এলাকায় বখাটেদের উচ্ছৃঙ্খল চলাফেরা, মদ-গাঁজাসেবীদের আনাগোনা, স্কুল-কলেজেগামী ছাত্রীদের চলার পথে ইভটিজিংসহ বিভিন্ন অপকর্ম আগের চেয়ে অনেকাংশে কমে গেছে।
এ প্রসঙ্গে বৈলছড়ী ইউনিয়নের চেয়ারম্যান মুহাম্মদ কফিল উদ্দিন বাঁশখালী টাইমসকে বলেন-‘প্রাথমিকভাবে আমরা গুরুত্বপূর্ণ পয়েন্ট দেখে ৮ টি সিসিক্যামেরা লাগিয়েছি। আগামী কয়েকমাসের মধ্যে চেচুরিয়া হাবিব দোকানসহ ইউনিয়নের গুরুত্বপূর্ণ এলাকায় আরও সিসি ক্যামেরা লাগানোর উদ্যোগ আছে।’
তিনি আরো বলেন- ‘বৈলছড়ীবাসী সিসি ক্যামেরার সুফল সরাসরিভাবে পাচ্ছেন। বিভিন্ন অপকর্ম নিয়ন্ত্রণের ফলে জনগণ স্বস্তির নি:শ্বাস ফেলছে।’
এ প্রকল্প তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের অধীনে সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতাধীন বলে জানান তিনি।
আগামী কিছুদিনের মধ্যে ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগ আনার প্রক্রিয়া চলছে বলে উল্লেখ করে তিনি বলেন- ‘এটি চালু হলে প্রশাসনিক কর্মকাণ্ডে তথ্যপ্রযুক্তির সুফল নিশ্চিত হবে।’
এ বিষয়ে বৈলছড়ীর ইউপি সদস্য হাফেজ মুহাম্মদ রমিজ বাঁশখালী টাইমসকে বলেন- ‘সিসি ক্যামেরা লাগানোর পর এলাকার অপকর্ম অনেকাংশে কমে এসেছে। মদদী-গাঁজাটিদের উপদ্রব কমে গেছে। প্রধান সড়কে কোন গাড়ি চুরি হলে তা শনাক্ত করতেও অনেকে আমাদের সার্ভারের সাহায্য নিয়ে থাকে।’