সিডর আক্রান্ত সেই ভয়াবহ দিন আজ

নিউজ ডেস্ক: সিডর’ একটি প্রলয়ঙ্কারী ঘূর্ণিঝড়ের নাম। আজ থেকে ১০ বছর আগে এই সিডর হানা দেয় সুন্দর সহ উপকূলীয় এলাকায়। সিডরের ভয়াবহতা এখনো ভুলতে পারেনি উপকূলীয় এলাকার ক্ষতিগ্রস্ত জনগণ। এখনো মাথা তুলে দাড়াতে পারেনি সিডরের ক্ষতির সম্মুখীন পরিবার গুলো। প্রলয়ঙ্কারী ঘূর্ণিঝড় সিডর আজ থেকে ১০ বছর পেরিয়ে গেলেও সেদিনের ভয়াবহ স্মৃতি গুলো ভুলতে পারেনি উপকূলীয় জনগণ।

সেদিনের স্বজন হারা পরিবারগুলো এখনো বার বার আতকে সেদিনের ভয়াবহতার কথা স্মরণ করে। সেই সিডরে ওই সব বিপন্ন এলাকার লোকজনের সাথে বাঁশখালীর মাছ ধরতে যাওয়া ২৯ জন জেলে ও মাঝিমাল্লা নিহত হয়।

Spread the love

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *