বাঁশখালী টাইমস: চট্টগ্রামের সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীনের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাঁশখালীর কৃতি সন্তান, মহানগরব্যাপী সামাজিক সংগঠন ‘নগর ও নাগরিক’ সভাপতি এবং চট্টগ্রাম প্রেস মালিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক লায়ন এম আইয়ুব।
চট্টগ্রাম প্রেস মালিক সমিতির উদ্যোগে মতবিনিময়কালে সমিতির জন্য অফিস কক্ষ বরাদ্দ প্রদান এবং ট্রেড লাইসেন্সের ক্ষেত্রে মালিক সমিতির মতামত গ্রহণের দাবি সম্বলিত স্মারকলিপি মেয়রের হাতে তুলে দেন সমিতির কর্মকর্তাবৃন্দ।
এ সময় প্রেস মালিক সমিতির সিনিয়র সহ-সভাপতি সালেহ আহমদ এবং সিটি কর্পোরেশনের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।