‘একের রক্ত অন্যের জীবন, রক্তই হোক অন্যের বাঁধন’ এই মহতি স্লোগান লালন করে চট্টগ্রামব্যাপী একদল রক্তকর্মী নিয়ে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন সিটিজি ব্লাড ব্যাংক। এ ধারাবাহিকতায় আজ নতুন বছরের প্রথম দিন হামদু মিয়া স্মৃতি সংঘের আয়োজনে সিটিজি ব্লাড ব্যাংকের সহযোগিতায় রহমানিয়া আদর্শ মাদ্রাসা মাঠে বিনামূল্যে রক্ত পরীক্ষা কর্মসূচী সম্পন্ন হয়। সিটিজি ব্লাড ব্যাংকের সংগঠক নাসির উদ্দীনসহ অন্যান্য কর্মী ও হামদু মিয়া স্মৃতি সংঘের সদস্যরা উপস্থিত ছিলেন।
||বিজ্ঞপ্তি||