বাঁশখালী টাইমস: দক্ষিণজেলা আওয়ামীলীগের কোষাধ্যক্ষ ও দৈনিক পূর্বদেশ সম্পাদক আলহাজ্ব মুজিবুর রহমান সিআইপি নির্মম নির্যাতন ও হত্যাকাণ্ডের শিকার রোহিঙ্গাদের মাঝে ১০ হাজার পোশাক বরাদ্দ দিয়েছেন।
কেন্দ্রীয় নির্দেশনার আলোকে তিনি আওয়ামীলীগের ত্রাণ কমিটির কাছে এ ত্রাণ হস্তান্তর করেন।
গতকাল রোহিঙ্গাদের মাঝে এই ত্রাণসামগ্রী তুলে দেন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
সেতুমন্ত্রী বলেন- “আওয়ামীলীগ মানবতার পক্ষে কাজ করে যাবে। সরকারের নির্দেশনার আলোকে দল-মত নির্বিশেষে সকলের ত্রাণ সঠিকভাবে বিতরণ করা হবে।”
সেতুমন্ত্রী আরও বলেন-” আমি মুজিবুর রহমান সিআইপির দেয়া ত্রাণ বিতরণ করার জন্য উখিয়ায় এসেছি”।
আলহাজ্ব মুজিবুর রহমান সিআইপি বলেন- স্মরণকালের নির্মমতম নির্যাতনের শিকার রোহিঙ্গারা। কাছ থেকে না দেখলে বুঝার সাধ্য নেই তারা কতটা অসহায়। বিবেকের তাড়নায় সামর্থ্যবানদের এগিয়ে আসা উচিত। আমার পক্ষ থেকে আরও ত্রাণসামগ্রী বিতরণ করা হবে- ইনশা আল্লাহ।
banshkhali te cip mojib vhai ke mp heshabe dekte chai