শেষ জীবন
শামসুল ইসলাম দুলাল
✍
যায় দিন যায় মাস
যায় যে বছর,
শত শত হলো তোর
নামায কসর।
মুনকার নকীরের
সোয়ালের ঝড়ে,
কী জবাব দিবি তুই
মরণের পরে।
জীবনের সীমারেখা
ভাবছিস দূর,
হয়তোবা বেজে গেছে
বিদায়ের সুর।
যমদূত এসে যেই
দিবে রূহ টান,
শেষ হয়ে যাবে তোর
জীবনের গান।