সার্ক মানবাধিকার ফাউন্ডেশন, আলাওল ডিগ্রী কলেজ শাখার মাদক ও জুয়া বিরোধী র্যালী এবং আলোচনা সভা আজ ০৮-০৬-২০১৮ ইংরেজি উপজেলা সদরে অনুষ্ঠিত হয়।
র্যালী পরবর্তী আলোচনা সভায় সভাপতিত্ব করেন কলেজ শাখার সভাপতি সাজ্জাদ হোসেন রিপন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সার্ক মানবাধিকার ফাউন্ডেশন, বাঁশখালী উপজেলা শাখার সভাপতি মো: আরিফুর রহমান সুজন, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাঁশখালী থানার সেকেন্ড অফিসার জনাব সুজন সিকদার, বিশেষ অতিথি ছিলেন,শেখেরখীল ইউনিয়ন শাখার সভাপতি আশেক এলাহী, গন্ডামারা শাখার সভাপতি আলী হায়দার চৌধুরী আসিফ, চাম্বল শাখার সহ- সভাপতি আলম।
প্রধান অতিথির বক্তব্যে আরিফুর রহমান সুজন বলেন, মাদক ও জুয়া হচ্ছে যুব সমাজকে ধ্বংস করে দেয়ার সবচেয়ে বড় হাতিয়ার।সুতরাং সমাজ তথা দেশকে রক্ষা করার জন্য মাদকের বিরুদ্ধে আমাদের এই অবস্থান। সবসময় পাশে থেকে সার্বিক সহায়তার জন্য তিনি বাঁশখালী থানাকে ধন্যবাদ জানান।
প্রধান বক্তার বক্তব্যে বাঁশখালী থানার সেকেন্ড অফিসার জনাব সুজন সিকদার বলেন, মাদককে নির্মুলের লক্ষ্যে আমাদের সবাইকে হাতে হাত রেখে কাজ করতে হবে।যেখানেই মাদক সেখানেই আমাদের সবাইকে এক হয়ে সেটাকে রুখে দিতে হবে।
অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন শেখেরখীল শাখার যুগ্ন-সাধারন সুলতানুল কবির,সাংগঠনিক সম্পাদক আব্দুল মান্নান,চাম্বল শাখার দপ্তর সম্পাদক সিফাত, সাংগঠনিক সম্পাদক মিনহাজ,কলেজ শাখার সাধারন সম্পাদক রিয়ান মোহাম্মদ বখতেয়ার প্রমুখ।সভা সঞ্চালনা করেন পৌরসভা শাখার সাধারন সম্পাদক আব্দুল গফুর।
প্রেস বিজ্ঞপ্তি