সারা দেশে ২৮৭ আসনে মহাজোটের জয়

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটগ্রহণ শেষে বিভিন্ন কেন্দ্র থেকে ফলাফল ঘোষণা করা হচ্ছে। এর মধ্যে ২৯৮টি আসনের ফল পাওয়া গেছে। এর মধ্যে ২৮৭ আসনে বেসরকারিভাবে জয়ী হয়েছেন আওয়ামী লীগ এবং তাদের নেতৃত্বাধীন ১৪ দলীয় জোট ও মহাজোটের প্রার্থীরা। বিএনপি ও জাতীয় ঐক্যফ্রন্ট জয়ী হয়েছে ছয়টি আসনে।গণফোরামের সভাপতিমণ্ডলীর সদস্য মুকাব্বির খান সিলেট-২ আসনে দলীয় প্রতীক উদীয়মান সূর্য নিয়ে জয়ী হয়েছেন। মহাজোটের বাইরে জাতীয় পার্টির উন্মুক্ত প্রার্থী গোলাম কিবরিয়া টিপু জয়ী হয়েছেন বরিশাল-৩ আসনে। স্বতন্ত্র প্রার্থী হিসেবে জয়ী হয়েছেন তিনজন। ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনে তিনটি কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত আছে। সেখানে এগিয়ে আছেন ঐক্যফ্রন্ট প্রার্থী উকিল আবদুস সাত্তার। এ ছাড়া গাইবান্ধা-৩ আসনে এক প্রার্থীর মৃত্যুর কারণে সেখানে নির্বাচন হবে ২৭ জানুয়ারি।

BanshkhaliTimes
Spread the love

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *