BanshkhaliTimes

সাম্প্রদায়িক সম্প্রীতি এ দেশের চিরায়ত ঐতিহ্য: মঙ্গল শোভাযাত্রায় বক্তারা

বৈলছড়ী-চেচুরিয়া সার্বজনীন রক্ষা কালী মন্দিরের উদ্যোগে মঙ্গল শোভাযাত্রা ১৯ অক্টোবর অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন উক্ত মন্দিরের সভাপতি ও বাঁশখালী পুজা উদযাপন পরিষদের সাবেক সভাপতি বাবু রানা কুমার দেব।
র‍্যালী উদ্বোধন করেন বাঁশখালীর নির্বাহী অফিসার জনাবা মোমেনা আক্তার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাবু শ‍্যমল দাশ- দপ্তর সম্পাদক বাঁশখালী আওয়ামী লীগ, মোঃ কফিল উদ্দিন চেয়ারম্যান ৬নং ইউনিয়ন পরিষদ, বাঁশখালী সমিতি-চট্টগ্রাম এর সাধারণ সম্পাদক লায়ন এম. আইয়ুব।

বিশেষ অতিথি লায়ন এম. আইয়ুব তাঁর বক্তব্যে বলেন -‘মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার লক্ষ্যে আমাদের হৃদয়ে যে বীজ বুনে দিয়েছেন তা আমাদের ধরে করতে হবে। সাম্প্রদায়িক চেতনায় বিশ্বাসীরা এখনো উৎপেতে আছে সুযোগ পেলেই আমাদের এই বন্ধনে চিড় ধরাতে চাইবে। তাই আমাদের সবসময় সজাগ থাকতে হবে যেন আমাদের চেতনায় ভাঙ্গন সৃষ্টি করতে না পারে।’

এতে আরো উপস্থিত ছিলেন বি.এস.পি ফুডস এর চেয়ারম্যান বাবু অজিত কুমার দাশ, বাঁশখালী পুজা উদযাপন পরিষদের আহ্বায়ক বাবু টুটুন চক্রবর্তী, সদস্য সচিব বাবু উত্তম কুমার কারণ, যুগ্ন আহ্বায়ক অশোক চৌধুরী , স্বপন দাশ, শংকর ঘোষ, ইউপি সদস্য হাফেজ রমিজ উদ্দিন, রনি কুমার দেব, সজল তালুকদার সহ প্রমুখ।

Spread the love

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *