বিশেষ প্রতিনিধিঃ চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি’র সভাপতি , সাবেক প্রতিমন্ত্রী ও সাংসদ আলহাজ্ব জাফরুল ইসলাম চৌধুরীর আরোগ্য কামনায় গত জুমাবার নামাজ শেষে বাঁশখালীর মসজিদে মসজিদে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
শারীরিক অবস্থা নিয়ে জানতে চাইলে বাঁশখালী টাইমসের সাথে আলাপকালে জাফরুল ইসলাম চৌধুরীর মেয়ে ফারহানা ইয়াসমিন চৌধুরী আঁখি বলেন, ‘আব্বু এখন হসপিটালে চিকিৎসাধীন আছেন, একটু উন্নতির দিকে’। তিনি পিতার সুস্থতার জন্য বাঁশখালীবাসীর নিকট দোয়া চেয়েছেন।
উল্লেখ্য গত সপ্তাহে শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে ঢাকার ল্যাব এইড হসপিটালে ভর্তি করা হয়।