বাঁশখালী টাইমস: সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আওয়ামীলীগ নেতা মৌলভী নুর হোসেন গুরুতর অসুস্থ বলে জানা গেছে।
তিনি আজ বিকেল ৪ টায় হার্টের সমস্যা নিয়ে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি হয়েছেন বলে বাঁশখালী টাইমসকে জানিয়েছেন পৌরসভার প্যানেল মেয়র মোহাম্মদ হারুন।
জানা গেছে, তিনি দীর্ঘদিন ধরে হার্টের সমস্যায় ভুগছেন। কয়েকদিনের মধ্যে অপারেশন হতে পারে। তাঁর চিকিৎসার সার্বক্ষণিক তদারক করছেন খানখানাবাদ ইউনিয়নের বিশিষ্ট শিল্পপতি মোহাম্মদ নাছির ও মোহাম্মদ করিম।