সাবেক প্রেসিডেন্ট এরশাদের বাঁশখালী আগমন উপলক্ষে মতবিনিময় সভা

তাফহীমুল ইসলাম : সম্প্রতি আইনি লড়াইয়ের মাধ্যমে তৈলারদ্বীপ সেতুর টোল মওকুফ করায় আগামী ২০ তারিখ বুধবার বৈলছড়ী হাই স্কুলের মাঠে বাঁশখালী- পেকুয়া-চকরিয়া-সাতকানিয়া (পশ্চিমাংশ) পরিবহন শ্রমিকবৃন্দের উদ্যোগে সাবেক সিটি মেয়র ও সংসদ সদস্য মাহমুদুল ইসলাম চৌধুরীর সংবর্ধনা অনুষ্ঠিত হবে।

এতে সভাপতি হিসেবে সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহাম্মদ এরশাদ, প্রধান অতিথি হিসেবে জাতীয় পার্টির মহাসচিব রুহুল আমিন হাওলাদার, বিশেষ অতিথি হিসেবে শ্রম প্রতিমন্ত্রী মুজিবুর রহমান ও জাতীয় পার্টির সাবেক মহাসচিব জিয়াউদ্দীন আহমেদ বাবলু উপস্থিত থাকবেন।

এই সংবর্ধনা অনুষ্ঠানকে সফল করতে বৈলছড়ী ইউনিয়নবাসীর সাথে মাহমুদুল ইসলাম চৌধুরীর মতবিনিময় সভা আজ বিকাল পাঁচটায় বৈলছড়ীস্থ খান বাহাদুর বাড়িতে অনুষ্ঠিত হয়েছে।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সিটি মেয়র মাহমুদুল ইসলাম চৌধুরী।
তিনি প্রধান অতিথির বক্তব্যে বলেন- প্রেসিডেন্ট এরশাদ এশিয়া মহাদেশের প্রভাবশালি নেতা।
তিনি প্রথমবারের মতো বাঁশখালী আসছেন।

আগামী ২০ তারিখ তিনি বাঁশখালীর বৈলছড়ীতে আসার সদয় সম্মতি জ্ঞাপন করেছেন। ওনি যেহেতু সম্মানীয় ব্যক্তি তাই বাঁশখালীবাসীর পক্ষ থেকে যতটুকু সম্ভব ওনাকে সম্মান দেখাতে হবে। ওনি বাঁশখালী প্রথম আসবেন তাই ওনাকে দেখিয়ে দিতে হবে আপনারা আমাকে (মাহমুদুল ইসলাম) কেমন ভালোবাসেন। নিজ নিজ অবস্থান থেকে অনুষ্ঠানকে সফল করতে চেষ্টা চালিয়ে যেতে তিনি সবাইকে অনুরোধ জানান। পাশাপাশি তিনি মেয়র এবং এমপি থাকাকালীন নিজের দ্বারা সংগঠিত হওয়া উন্নয়ন কর্মকান্ডের চিত্র তুলে ধরেন।

এতে আরো উপস্থিত ছিলেন- বৈলছড়ী হাই স্কুলের সাবেক প্রধান শিক্ষক গোলামুর রহমান, ইউপি সদস্য হাফেজ রমিজ রাজা, আবদুল খালেকসহ বৈলছড়ীর সর্বস্তরের জনসাধারণ।

Spread the love

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *