বাঁশখালী টাইমস: সাবেক ছাত্রলীগ নেতা, বাঁশখালী ডিগ্রী কলেজ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট আতাউর রহমান আর নেই। ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজেউন৷ তিনি আজ ভোরে স্ট্রোক করে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
মৃত্যুর আগ পর্যন্ত পালেগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন।
আওয়ামী পরিবারের দুঃসময়ের সারথি একনিষ্ট কর্মীকে হারিয়ে গভীর শোক প্রকাশ করেছেন বাঁশখালী উপজেলা ভাইস চেয়ারম্যান রেহানা আক্তার কাজমী, বাঁশখালী উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মকছুদ মাসুদসহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা। এছাড়া শোক করেছেন কালীপুর এজহারুল হক উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্র পরিষদের নেতৃবৃন্দ।
তিনি স্ত্রী, কন্যাসন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান। তার ইহজীবনের ব্যাপ্তি ছিলো ৪৫ বছর। তাঁর বাড়ি কালীপুর ইউনিয়নের পালেগ্রামে।
আজ বাদে আসর পালেগ্রাম হাকিম মিয়া শাহ মাদ্রাসা প্রসঙ্গে জানাজা অনুষ্ঠিত হবে।