সাফে ভারতকে সাফ হারিয়ে দিলো বাংলাদেশি মেয়েরা
বিজয়ের মাসে আনন্দের দারুণ এক উপলক্ষ এনে দিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৫ নারী ফুটবল দল। ভারতকে হারিয়ে সাফ অনূর্ধ্ব-১৫ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপের প্রথম আসরের চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। ফাইনালে ভারতকে ১-০ গোলে হারিয়েছে বাংলাদেশের মেয়েরা।
রাজধানীর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে রোববার দুই প্রতিবেশী দেশের শিরোপা নির্ধারণী ম্যাচটি শুরু হয় বেলা ২টায়।
লিগ পর্বে ভারতকে ৩-০ গোলে উড়িয়ে দেওয়ার আত্মবিশ্বাস নিয়ে ফাইনালে নেমেছিলেন বাংলাদেশের মেয়েরা। যদিও ম্যাচের শুরুতে নিজেদের গুছিয়ে নিতে স্বাগতিক মেয়েদের কিছুটা সময় লেগেছে।
২৩ মিনিটে প্রথমবার ভালো একটি সুযোগ পায় বাংলাদেশ। বক্সের সামনে বল পেয়েছিলেন আনুচিং মারমা। তার সামনে শুধু গোলরক্ষক। কিন্তু গোলরক্ষককে কাটাতে গিয়ে বলের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন আনুচিং।
অবশেষে ৪২ মিনিটে কাঙ্ক্ষিত গোলের দেখা পায় বাংলাদেশ। গোল করে বাংলাদেশকে এগিয়ে দেন শামসুন্নাহার। বাঁ দিক দিয়ে শামসুন্নাহার প্রথমে বল নিয়ে ঢুকেছিল বক্সে। পরে বল পেয়ে শট নিয়েছিলেন আনুচিং। কিন্তু তার শট ভারত গোলরক্ষকের হাতে লেগে ফিরে আসে। ফিরতি বলে দারুণ এক ভলিতে জালে জড়িয়ে দেন শামসুন্নাহার।
দ্বিতীয়ার্ধে ম্যাচের ৬০ মিনিটে ব্যবধান বাড়ানোর ভালো একটি সুযোগ পেয়েছিলেন বাংলাদেশের তহুরা। বক্সের ডান দিকে ফাঁকায় বল পেয়েছিলেন। বল কিছুটা এগিয়ে নিয়ে তিনি গোলরক্ষককেও কাটিয়েছিলেন। কিন্তু শেষ পর্যন্ত বল জালে জড়াতে পারেননি।
আরও পড়ুন :