শেষ বিকেলের আলো
সানজিতা শারমিন
শেষ বিকেলের আলো যখন মুখে আর চুলে রঙ মাখায়
তখন জানো সে আমাকে তোমার কথা ভাবায়।
এক কাপ ধোঁয়া উঠা চায়ের কথা ভাবায়,
আর কি জানো?
তোমার আমার স্বপ্নময় দিনগুলিকে নতুন করে সাজায়,
পাহাড়ের খাঁজে খাঁজে লাল মাটির ঘ্রাণ
মনকে আন্দোলিত করছে বার বার,
সাথে ঝিক ঝিক শব্দে চলছে ট্রেন।
অসম্ভব সুন্দর চা-বাগান গুলো ডাক দিয়ে যায়
শোন মেয়ে….
এমন দৃশ্য রেখে কোথা যাও? কার পানে?
কী আশায়?
এসো আমার কাছে
মন খারাপের গান শোনাই
ঝিঁ ঝিঁ পোকার ডাক শুনেছো?
শুনোনি, তাই তো?
এসো তবে আমার কাছে এই ধরায়।