সাধনপুর পল্লী উন্নয়ন উচ্চ বিদ্যালয় এর ৭৫ বছর পুর্তি ও পুনর্মিলনী উদযাপন পরিষদের উদ্যোগে ইফতার মাহফিল ও আলোচনা সভা গত ০৬/০৬/২০১৮ ইংরেজী তারিখে নগরীর টেরীবাজারস্থ হোটেল নিউ মদিনায় অনুষ্ঠিত হয়, উক্ত অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলোয়াত করেন বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র শরীফুল ইসলাম।
সভায় সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রাক্তন কৃতি ছাত্র, ৭৫ বছর পুর্তি ও পুনর্মিলনী উদযাপন পরিষদের চেয়ারম্যান ও কক্সবাজার সরকারী স্কুলের শিক্ষক মোক্তার আহমদ।
সভায় সাবেক ছাত্র/ছাত্রীদের পক্ষে স্বাগত বক্তব্য রাখেন অধ্যাপক মাসুদুল ইসলাম। অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন প্রকৌশলী আবদুস সোবাহান চৌধুরী, অধ্যাপক শহীদুল আলম, আবু জাহের চৌধুরী, এম নাজিম উদ্দিন চৌধুরী, ডাঃ মোহাম্মদ আলী চৌধুরী, এন্তেজার উদ্দিন আহমদ , ছরোয়ার উদ্দিন চৌধুরী ও কর আইনজীবী জয়নাল আবেদীন,জনাব ফরিদুল আলম, আধ্যপক শামসুল ইসলাম, আধ্যপক মাহামুদুল হক।
বিদ্যালয়ের বর্তমান পরিচালনা পরিষদের পক্ষে উপস্থিত ছিলেন পরিচালনা পরিষদের সভাপতি মঞ্জুরুল হক চৌধুরী, প্রধান শিক্ষক ও সদস্য সচিব শ্রী খোকন চক্রবর্ত্তী। অনুষ্ঠানে বিদ্যালয় এর সকল ব্যাচ প্রতিনিধি ও প্রাক্তন ছাত্ররা ও এলাকার গন্য মান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উক্ত অনুষ্ঠান থেকে সর্ব সম্মতিক্রমে আগামী ১৬ ও ১৭ই নভেম্বর ২০১৮ ইংরেজী তারিখে ৭৫ বছর পুর্তি ও পুনর্মিলনী উদযাপন আনুষ্ঠান আয়োজন ও একটি ম্যাগাজিন প্রকাশের সিদ্ধান্ত গৃহীত হয়।
সভার প্রথম পর্ব পরিচালনা করেন সাধনপুর পল্লী উন্নয়ন উচ্চ বিদ্যালয় এর ৭৫ বছর পুর্তি ও পুনর্মিলনী উদযাপন পরিষদের ভাইস চেয়ারম্যান শাহা আলম চৌধুরী এবং ২য় পর্ব পরিচালনা করেন সদস্য সচিব জনাব চৌধুরী মোহাম্মাদ মামুন।
প্রেস বিজ্ঞপ্তি