আদিল বিন আজাদ: বাঁশখালীর সাধনপুর বন্ধন ক্লাবের ২১ সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠিত হয়েছে। গতকাল শুক্রবার সকাল ১০ টায় সংগঠনের অস্থায়ী কার্যালয়ে সাবেক সভাপতি রাশেদুল ইসলাম টিপুর সঞ্চালনায় ভারপ্রাপ্ত সভাপতি মিনহাজুল ইসলামের সভাপতিত্বে বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে রাশেদুল ইসলাম টিপুকে সভাপতি এবং নুরুল আজিম রনিকে সাধারণ সম্পাদক করে সর্বসম্মতি ক্রমে দুই বছর মেয়াদী ২১ সদস্য বিশিষ্ট নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়।
উল্লেখ্য- শিক্ষা, শান্তি, সাম্য, প্রগতি এই চার মূলমন্ত্রকে সামনে রেখে ২০১৬ সালে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে বাঁশখালীর ২নং সাধনপুর ইউনিয়নের বাণীগ্রামস্থ “বন্ধন ক্লাব”। সংগঠনটি সূচনালগ্ন থেকে অদ্যবধি সাধনপুর ইউনিয়নের বিভিন্ন সমাজকল্যাণমূলক ও জনহিতকর কার্যক্রম সম্পাদন করে আসছে। এছাড়াও শিক্ষা ও ক্রীড়াক্ষেত্রে রেখেছে গুরুত্বপূর্ণ অবদান।