সাধনপুর পল্লী উন্নয়ন উচ্চ বিদ্যালয়ের ৭৫ বছর পূর্তি আয়োজনের লক্ষ্যে আয়োজিত, ৯৭ ব্যাচের সভা গত ২/২/১৮ তারিখে নগরীর চকবাজারস্থ হোটেল জামানে আনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত ছিলেন ৯৭ ব্যাচের ছাত্র সাগর মল্লিক (BCS শিক্ষা), এহেসানুল কবির (সরকারী কর্মকর্তা), হামিদ হাসান (ব্যাংকার), এনামুল হক (আইনজীবী) লেলিন কুমার দত্ত (ইঞ্জিনিয়ার), রাশেদ, জাবেদ, রেজাউল করিম, মোবাইলে যুক্ত ছিলেন বায়জীদ এলাহী, সাহাদাত হোসেন মঈন, লন্ডন থেকে শাহাদাৎ হোসেন।
সভায় ৭৫ বছর উদযাপনের কমিটিতে সার্বক্ষণিক যোগাযোগের জন্য নিম্নোক্ত নাম্বারে যোগাযোগ করতে বলা হয়েছে- ১.সাগর মল্লিক 01718338767 ২/লেলিন কুমার দত্ত 01912513088, ৩/জাবেদ 01818555174
প্রেস বিজ্ঞপ্তি ||