সাধনপুর পল্লী উন্নয়ন স্কুলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

সাধনপুর পল্লী উন্নয়ন উচ্চ বিদ্যালয়ের ৭৫ বছর পূর্তি আনুষ্ঠান আয়োজন উপলক্ষে নগরীর চকবাজারস্থ হোটেল জামানে ব্যাচ প্রতিনিধিদের এক প্রস্তুতি সভা আনুষ্ঠিত হয় উক্ত সভায় উপস্তিত ছিলেন
১। সাজ্জাদুল হক ইমন (২০০৬)
২। মোহাম্মদ সোহেল ( ২০০৬)
৩। মো: মোশারফ (২০০৭)
৪।আবুলকালামআজাদ(২০০৮)
৫। মো. মারুফুর রশিদ (২০০৮)
৬। সানাউল হকতুষার(২০০৮)
৭। মোহাম্মদ ইয়াছিন (২০০৯)
৮। সুজন দাশ। (২০০৯)
৯।এমরান উদ্দীন। (২০১০)
১০। সুকান্ত দে (২০১০)
১১। আসিফুল আলম (২০১১)
১২। শুবংকর দে (২০১১)
১৩। রিদুয়ানুল আজিম। (২০১১)
১৪। সাইমুল হক (২০১১)
১৫। মো : আরিফ । ( ২০১২)
১৬। মোহাম্মদ মহসিন ( ২০১৩)
১৭। মেঘদূত দাশ ( ২০১৩)
১৮।মোজ্জামেল হক। (২০১৪)
১৯। আরাফাত ওয়াজেদ (২০১৪)
২০। নাফিসুল হক (২০১৫)
২১। আবদ্দুল্লাহ আল মাসুম (২০১৭)
২২। মীর তারহিমুল কাদের (২০১৭)
প্রতিনিধিরা পূর্ণাঙ্গ কমিটি গঠন,শহরে কার্যালয় নেয়া এবং অনুষ্ঠানের তারিখ ইত্যাদি সম্পর্কে আলোচনা করেন।
প্রেস বিজ্ঞপ্তি

Spread the love

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *