বাঁশখালী উপজেলার সাধনপুর পল্লী উন্নয়ন উচ্চ বিদ্যালয়ে ২ দিন ব্যাপী ব্লাড গ্রুপিং ক্যাম্প গত ২৯ ও ৩০ মে অনুষ্ঠিত হয়েছে।
সকাল ১০ টায় স্কুলের প্রধান শিক্ষক খোকন চক্রবর্তীর ব্লাড গ্রুপ নির্ণয়ের মাধ্যমে এ কার্যক্রমের উদ্বোধন হয়।
এতে উপস্থিত ছিলেন স্কুল পরিচালনা পর্ষদের সভাপতি মঞ্জুরুল হক চৌধুরী, ২ নং সাধনপুরের চেয়ারম্যান ও স্কুলের শিক্ষানুরাগী সদস্য মহিউদ্দিন চৌধুরী খোকা এবং স্কুলের অভিভাবক সদস্য ও শিক্ষক-শিক্ষিকাবৃন্দ। যথাযথ স্বাস্থ্যবিধি মেনে রক্তের গ্রুপ নির্ণয় করেন চট্টগ্রামের বিভিন্ন মেডিকেল কলেজের ৮ শিক্ষার্থী। তারা হলেন- সাকলাইন আরাফ, নয়ন মোর্শেদ, সৈয়দ মোহাম্মদ সৌরভ, এইচ এম শাকিল, কাজী আব্দুল্লাহ, সায়েমুল করিম, আরিফ ও হাসান। ব্লাড ক্যাম্পের সার্বিক সহযোগিতায় ছিলেন মাজাহারুল, আজাদ, ফাহিম, মাসুম ও চট্টগ্রামের প্রথম অনলাইন ভিত্তিক ই-কমার্স শপ দূরবীন।
প্রেস বিজ্ঞপ্তি