সাধনপুরের ঐতিহ্যবাহী সংগঠন সাধনপুর ইসলামী পাঠাগার প্রতিবছরের ন্যায় এবারও শিক্ষা সফরের আয়োজন করেছে গত ২৪ আগষ্ট।
১২০ জন ডেলিগেট নিয়ে আনোয়ারার মনোমুগ্ধকর সমুদ্র সৈকত পারকী বীচের উদ্দেশ্যে যাত্রা শুরু করে। সমুদ্র দর্শনের পাশাপাশি সারা দিন বিভিন্ন মজাদার খেলাধুলা আর কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। এছাড়া দিনব্যাপী এই আয়োজনে চমকপ্রদ সব ইভেন্ট ডেলিগেটদের আনন্দের মাত্রায় দিয়েছে নতুন রূপ। শিক্ষামূলক এই প্রোগ্রামের সমাপনী কথায় পাঠাগারের কার্যনির্বাহী কমিটির সভাপতি ও অন্যান্য বক্তারা সম্মানিত ডেলিগেট এবং সংশ্লিষ্ট সকলের সার্বিক সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতে এই ধরনের শিক্ষামূলক অনুষ্ঠানে সবার সহযোগিতা কামনা করেন।
প্রেস বিজ্ঞপ্তি