মুহাম্মদ মিজান বিন তাহের: বাঁশখালীতে ৭ দিন ব্যাপী মুক্তিযুদ্ধের বিজয়মেলার উদ্বোধনে চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামীলীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা মোসলেম উদ্দীন আহমদ বলেছেন, এই দেশ স্বাধীনে ত্রিশ লক্ষ শহীদ ও দুই লক্ষ মা বোনের ইজ্জ্বতের বিনিময়ে মুক্তিযোদ্ধারা এই দেশ স্বাধীনতা লাভ করেছে।
৭৫ এর ১৫ আগষ্ট বঙ্গবন্ধুর স্বপরিবারে হত্যা করেছেন স্বাধীনতার শত্রুরা । যুদ্ধাপরাধীর বিচার কার্যক্রম চলমান প্রক্রিয়া । স্বাধীনতার শক্র রাজাকারদের বিচার কার্যক্রম শুরু করে জাতিকে কলংঙ্খ মুক্ত করতে যাচ্ছে এই সরকার। স্বাধীনতার বিরোধীরা দীর্ঘ ২১ বছর পর দেশ পরিচালনা করে ব্যর্থ রাষ্ট্রে পরিনত করেছে । গরীব মেহনতি মানুষের পরিবর্তে তাদের নিজের ভাগ্য পরিবর্তন করেছেন ।
বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা দেশে ফিরে বাঙ্গালী জাতিকে স্বপ্ন দেখাতে শুরু করে। বযষ্ক ভাতা, বিধবা ভাতা, আশ্রয়ণ প্রকল্প গ্রহণ করেন । দেশে উন্নয়ন চলছে ২০২১ সালের পূর্বেই মধ্যম আয়ের দেশ পরিণত হবে। ২০৪১ সালের মধ্যে বিশ্বের অন্যতম রাষ্ট্র হিসেবে পরিণত করতে সেই হিসেবে কাজ করে যাচ্ছে। রবিবার (২৪ ডিসেম্বর) বাঁশখালীর বানীগ্রাম সাধনপুর উচ্চ বিদ্যালয় মাঠে ৭ দিন ব্যাপী মুক্তিযুদ্ধের বিজয় মেলায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেছেন । সভায় উদ্ভোধক হিসাবে উপস্থিত ছিলেন অর্থ ও পানি সম্পদ মন্ত্রনালয় সম্পর্কিত স্হায়ী কমিটির সদস্য আলহাজ্ব মোস্তাফিজুর রহমান চৌধুরী এম.পি. ।
সভায় স্বাগত বক্তব্য ও ঘোষণা পত্র পাঠ করেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক ও বিজয় মেলা পরিষদের মহাসচিব মো: খোরশেদ আলম ।
বিজয় মেলা পরিষদের প্রধান সমন্বয়কারী আবু ছৈয়দ চৌধুরী সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন,বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মাদ মাসুদুর রহমান মোল্লা, থানা অফিসার ইনচার্জ (ওসি) আলমগীর হোসেন, থানা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক শ্যামল দাশ, মুক্তিযোদ্ধা আজিজ উদ্দীন হায়দার, মুক্তিযোদ্ধা স্বপন ভট্টাচার্য, মুক্তিযোদ্ধা জয় হরি সিকদার,হিমাংশু বিমল ভট্টাচার্য,কালীপুর ইউনিয়নের ইউপি চেয়ারম্যান আ,ন,ম শাহাদত আলম,চাম্বল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুল হক চৌধুরী, পুকুরিয়া ইউপির চেয়ারম্যান আসহাব উদ্দীন,অধ্যাপক তাজুল ইসলাম,পৌর কাউন্সিলর বাবলা দাশ, দৈনিক জনকণ্ঠ প্রতিনিধি জোবাইর চৌধুরী,দৈনিক আলোকিত বাংলাদেশ ও দৈনিক সাঙ্গু প্রতিনিধি মুহাম্মদ মিজান বিন তাহের,দৈনিক সংবাদ প্রতিনিধি সৈকত আচার্য্য,দৈনিক ডেসটিনি প্রতিনিধি শিব্বির আহমদ রানা,ছাত্রলীগ নেতা আতাউল্লাহ আল আজাদ, প্রমুখ।
উল্লেখ্য, ৭ দিন ব্যাপী অনুষ্ঠিতব্য এই বিজয় মেলা আগামী শনিবার (৩০ ডিসেম্বর) পর্যন্ত চলবে এবং প্রতিদিন আলোচনা সভা শেষে টিভি ও বেতারের অন্তর্ভুক্ত শিল্পীদের নিয়ে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।