সাধনপুরে ১১ হত্যার ১৪ বছর আজ: বিচারের বাণী নিভৃতে কেঁদে চলেছে

নিউজ ডেস্ক: (বাঁশখালী টাইমস)- ২০০৩ সালের ১৮ ই নভেম্বর হায়েনার দল আগুনে পুড়িয়ে মারে বাঁশখালীর সাধনপুরে শীলপাড়ার ১১জন নারী পুরুষসহ ৪দিনের নবজাতক কার্তিককে। বিচার পাওয়ার প্রহর গুনতে গুনতে পেরিয়ে গেল ১৪ বছর। কিন্তু বারবার আসামীদের সময় ক্ষেপণ ও নানা ভাবে প্রশাসনকে বিভ্রান্ত করাতে দীর্ঘ সময়েও এই মামলার কুল কিনারা হয়নি। ফলে স্বজনদের প্রশ্ন আর কতদিন হলে এই ১১ হত্যার বিচার পাওয়া যাবে? ২০০৩ সালের ১৮ ই নভেম্বর হায়েনার দেওয়া আগুনে পুড়ে অঙ্গার হয় তেজেন্দ্র লাল শীল,বকুল বালা শীল, অনিল কান্তি শীল, স্মৃতি রানী শীল, সোনিয়া শীল, রুমি শীল, বাবুটি শীল, প্রাসাদী শীল, এ্যানী সীলসহ ৪ দিনের শিশু সন্তান কার্তিক ও বান্দরবান থেকে বেড়াতে আসা তেজেন্দ্র শীলের ভায়রা দেবেন্দ্র সীল। এই হত্যাকান্ড সংঘটিত হওয়ার পর দেশজুড়ে তোলপাড় শুরু হলে তৎকালীন বিএনপি সরকার যে কোন মূল্যে এই হত্যাকান্ডের বিচার হবে বলে প্রতিশ্রুতি দিলেও তার কোন বিচার হয়নি। তৎকালীন বিরুধী দলে থাকা বর্তমান ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসলেও তারা বারবার এই হত্যাকান্ডকে দ্রুত বিচার আইনসহ বিভিন্ন গোয়েন্দা সংস্থার কাছে স্থানান্তর করেও এখন পর্যন্ত মাত্র ৫৭ জনের মধ্যে ১০ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহন করা হয়েছে। এই মামলায় ৩৯ জন আসামীর মধ্যে রাজনৈতিক বিবেচনায় ডোংরার নজরুল ইসলামকে মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়েছে এবং মামলার প্রধান আসামী কালিপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আমিনুর রহমান চৌধুরী হাইকোর্ট থেকে মামলার স্থগিতাদেশ আদায় করায় তিনি মামলার বাইরে রয়েছেন।

মামলার বাদী বিমল শীল জানান- ‘বিভিন্ন সময়ে এই মামলায় ২২ জন গ্রেফতার হলেও সবাই এখন জামিনে রয়েছেন। তারা দিনের পর দিন হুমকি ধমকি দিয়ে যাচ্ছে। বাঁশখালী থানার উচ্চপদস্থ কর্মকর্তারা বারবার প্রতিশ্রুতি দিলেও মামলার কোন অগ্রগতি নেই। যদি মামলাটির রায় পেতাম তাহলে মানসিকভাবে শান্তি পেতাম।’

Spread the love

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *