BanshkhaliTimes

সাধনপুরে ১১ হত্যাকান্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে ৪৫ লক্ষ টাকার চেক হস্তান্তর

BanshkhaliTimes

বাঁশখালী টাইমস: সাধনপুরে আগুনে পুড়িয়ে ১১ হত্যাকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের মাঝে মাননীয় প্রধানমন্ত্রীর সহায়তা বিতরণ অনুষ্ঠান আজ ২২ জুলাই ২০২২ ইং চট্টগ্রাম সার্কিট হাউসে সম্পন্ন হয়েছে।

চট্টগ্রামের জেলা প্রশাসক মো. মমিনুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- মাননীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাসান মাহমুদ এমপি, অতিথি ছিলেন- বাঁশখালী আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোস্তাফিজুর রহমান চৌধুরী, সাবেক মেয়র আ.জ.ম. নাছিরউদ্দীন, দক্ষিণ জেলা আওয়ামীলীগের সেক্রেটারি মফিজুর রহমান, বাঁশখালীর ইউএনও সাইদুজ্জামান চৌধুরী, দক্ষিণ জেলা আওয়ামীগের শ্রম সম্পাদক মো. খোরশেদ আলম, সাধনপুর ইউপি’র নবনির্বাচিত চেয়ারম্যান কে.এম. সালাহউদ্দীন কামাল-সহ অন্যান্য কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ।

উল্লেখ্য, ১১ হত্যাকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের ৩ সদস্যকে মানননীয় প্রধানমন্ত্রী’র কল্যাণ তহবিল থেকে ১৫ লক্ষ টাকা করে ৪৫ লক্ষ টাকার চেক প্রদান করা হয়েছে।

২০০৩ সালের ১৮ নভেম্বর সাধনপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ড দক্ষিণ সাধনপুর শীল পাড়াস্থ তেজেন্দ্র শীলের বাড়ীতে রাত ১২.৩০ টায় একদল ডাকাত প্রবেশ করে।
ডাকাতদল ডাকাতি করতে না পেরে গান পাউডার দিয়ে পুড়িয়ে বাড়ীর ১১ জন সদস্যকে নির্মমভাবে হত্যা করে।

এ নারকীয় হত্যাকান্ডে ৪ দিন বয়সী শিশু কার্ত্তিক শীল, স্কুল ছাত্রী, বয়স্ক নারী-পুরুষ কেউ রক্ষা পায়নি।

Spread the love

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *