করোনা পরিস্থিতিতে বিপাকে পড়া সাধনপুর ইউনিয়নের অধিবাসীদের মাঝে ত্রাণ বিতরণ করেছে সামাজিক সংগঠন সূর্য তরুণ ক্লাব।
নিজে বাঁচুন, অন্যকে বাঁচাতে সহায়তা করুন এবং “সবাই ঘরে থাকুন” এ শ্লোগান কে সামনে রেখে নিম্ন আয়ের মানুষের ঘরে ঘরে গিয়ে খাদ্য সামগ্রী পৌঁছে দেয়া হয়।
ত্রাণ বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন ২নং সাধনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, বাঁশখালী উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সূর্য তরুণ ক্লাবের প্রধান পৃষ্ঠপোষক মহিউদ্দিন চৌধুরী খোকা, সাধনপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব সাদুর রশিদ।
এতে আরো উপস্থিত ছিলেন সূর্য তরুণ ক্লাবের সভাপতি এয়ার মোহাম্মদ পেয়ারু, সাধারণ সম্পাদক জিয়াউল হক ইমরান, সাবেক সভাপতি মিনহাজ উদ্দিন জায়েদ, সাবেক সাধারণ সম্পাদক আতিক উল্লাহ নবীনসহ অন্যান্য সদস্যবৃন্দ।
প্রেস বিজ্ঞপ্তি