বাঁশখালী টাইমস: করোনা দুর্যোগে লায়ন্স ক্লাব অব চিটাগাং কসমোপলিটন, স্বর্গীয় মৃদুল দত্ত ফাউন্ডেশন ও আবদুল্লাহ কবির লিটন সমর্থক গোষ্ঠীর পক্ষ থেকে সাধনপুরের ৫ টি ওয়ার্ডে আজ খাদ্য সামগ্রী ও করোনা প্রতিরোধ সামগ্রী বিতরণ করেছেন বিশিষ্ট সমাজসেবী ও সংগঠক লায়ন শেখর দত্ত।
লায়ন শেখর দত্ত বলেন- আরও ৪ টি ওয়ার্ডে সামগ্রী বিতরণ করা হবে। আমরা ইতোমধ্যে ১০০০ জনকে প্রতিরোধ সামগ্রী ও শতাধিক পরিবারে খাদ্যসামগ্রী বিতরণ করেছি।