সাধনপুর প্রতিনিধি: বাঁশখালীর সাধনপুর ইউনিয়নের সাহেবের হাটের দক্ষিণ-পশ্চিম বিলে একটি হাতির মৃতদেহ পাওয়া গেছে। ইতিমধ্যে মৃত হাতিটিকে দেখতে হাজার হাজার মানুষের ঢল নেমেছে। হাতিটি দেখতে যাওয়া মানুষের পায়ে পিষে যাচ্ছে আশপাশের ফসলি জমি ও ক্ষেত।
স্থানীয় কৃষকেরা বলছে, কিছুদিন আগে ভারত থেকে ভেসে আসা কথিত ‘বঙ্গবাহাদুর’কে যেভাবে বাঁচাতে যে উদ্যোগ নেয়া হয়েছিল, এই মৃত হাতিটিকেও যেন দ্রুত সরিয়ে নেয়া হয়। নইলে লোকজন এভাবে দেখতে আসলে তাদের ফসল বাঁচানো সম্ভব হবে না। তাছাড়া, এই হাতি পঁচে গেলে দুর্গন্ধে আশপাশের পরিবেশ বিনষ্ট হবে।
জনগণ আশা করেন, প্রাণী অধিদপ্তর ও প্রশাসনের এব্যাপারে উদ্যোগ গ্রহণ করা উচিৎ।