
মুহাম্মদ মিজান বিন তাহের, বাঁশখালী টাইমস: বাঁশখালী উপজেলার সাধনপুর চারাবটতল এলাকায় প্রধানসড়কে বাসের ধাক্কায় শামশুর নাহার (৬৮) নামে এক বৃদ্ধা মহিলা নিহত হয়েছে।
রবিবার (৮ মার্চ) সকাল ১১ টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় নিহত শামশুর নাহার উপজেলার পুকুরিয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের এডভোকেট মুজিব বাড়ির আহমদ কবিরের স্ত্রী বলে জানা যায়।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শামশুর নাহার বয়স্ক ভাতার টাকার জন্য সিএনজি করে চাঁনপুর থেকে গুনাগরী যাচ্ছিলেন। হঠাৎ তিনি অজানা কারণে সিএনজি থেকে চারাবট্টল এলাকায় সড়কেই ঢলে পড়েন। এসময় বাঁশখালী ছেড়ে যাওয়া চট্টগ্রাম শহরমুখী চলন্ত বাসের (ঝিনাইদহ জ- ১১-০০০৪) ধাক্কায় তিনি ঘটনাস্থলে পড়ে যায়। তাকে বহনকারী সিএনজি দ্রুত পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে স্থানীয় লোকজনদের সহযোগিতায় তাকে উদ্ধার করে গুনাগরীস্থ আধুনিক হাসপাতালে নিয়ে যায়।
গুনাগরি আধুনিক হাসপাতালে নিয়ে আসার পূর্বেই শামশুর নাহারের মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছেন হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক উর্মি চক্রবর্তী।
বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মু. রেজাউল করিম মজুমদার জানান, সড়ক দুর্ঘটনায় বাসের ধাক্কা লেগে সাধনপুর চারাবটতল সংলগ্ন প্রধান সড়কে এক বৃদ্ধ মহিলার মৃত্যুর ঘটনা ঘটেছে। থানা পুলিশের একটি টিম বাসটিকে জব্দ করলেও সিএনজি ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।