বিটি ডেস্ক : সাধনপুরে ( Sadhonpur ) গত ১৩ নভেম্বর থেকে শুরু হয়েছে শ্রী কৃষ্ণের রাসলীলা উৎসব। আজ তার ৩য় দিন চলছে। সাধনপুর ( Shadhonpur ) কিচিরমিচির সংঘের উদ্যোগে আয়োজিত ৪দিন ব্যাপী পরম পুরুষ ভগবান শ্রী কৃষ্ণের রাসলীলা উৎসবের ধর্মীয় মহা সম্মেলন ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখছেন মাননীয় সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান চৌধুরী। সাথে সাথে এতে কৃতী শিক্ষার্থী সংবর্ধনা ও মহতী ধর্মসভাও অনুষ্ঠিত হয়। এসময় আরো উপস্থিত থাকেন বাঁশখালী ( Banshkhali ) উপজেলা আওয়ামীলীগের সম্মানিত কর্মকর্তাবৃন্দ, সাধনপুর পল্লী উন্নয়ন উচ্চ বিদ্যালয়ের সস্মানিত প্রধান শিক্ষক জনাব খোকন চক্রবর্তী।