BanshkhaliTimes

সাদিয়া আফরিনের কবিতা || থাকা না থাকায় তুমি

থাকা না থাকায়  তুমি

সাদিয়া আফরিন

তুমি চলে গেলে
তোমারও অধিক থেকে যায়,
তুমি ফিরে গেলে
চেনা পথ অপেক্ষায় দীর্ঘ হয়।

তুমি থেমে গেলে
জীবন থমকে থাকে,
তুমি থেকে গেলে
স্বপ্নরা হাতছানি দিয়ে ডাকে।

তুমি কথা বললে
শব্দরা কবিতা হয়,
তুমি নিশ্চুপ হলে
মন কাঁদে নিথর নিরবতায়।

তুমি হেসে উঠলে
হৃদয়ে বাজে রিনরিনে সুর,
তুমি চোখে অশ্রু সাজালে
অচেনা হয় সুখের প্রহর।

তুমি ছু্ঁয়ে দিলে
স্পর্শ রা ফিরে পায় প্রাণ,
তোমার নির্লিপ্ততা
দিয়ে যায় বিরহের গান।

Spread the love

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *