সাক্ষরতা দিবসে পুইছড়িকে ( Puichori ) নিরক্ষরমুক্ত করার ঘোষণা

সাক্ষরতা দিবসে পুইছড়িকে ( Puichori ) নিরক্ষরমুক্ত করার ঘোষণা

মু. মিজান বিন তাহের: “আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ” উপলক্ষ্যে ৮ সেপ্টেম্বর মঙ্গলবার বাঁশখালীর ( Banshkhali ) পুইছড়ীতে ( Puichori ) রোটারী ক্লাব চিটাগাং খুলশী আপটাউনের ব্যবস্থাপনায় রোটারি জেলা-৩২৮২ বাংলাদেশের প্রায় ৪০টি ক্লাবের সহায়তায় রোটারি ক্লাব চিটাগাং খুলশীর সাবেক সভাপতি ও অতিরিক্ত টেক্স কমিশনার রোটারিয়ান সামিনা ইসলাম এর সভাপতিত্বে এক বর্ণাঢ্য র‌্যালী ও গণসচেতনতা মূলক সমাবেশ অনুষ্ঠিত হয়।

উক্ত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ লন্ডন কম্বারল্যান্ড স্পোর্টস কলেজের প্রফেসর জামাল উদ্দীন চৌধুরী। রোটারির জেলা -৩২৮২ এর ডেপুটি গর্ভনর ও পুঁইছড়ি ( Puichori ) এলাকার কৃতি সন্তান শিক্ষাবিদ মুবিনুল হক মুবিনের সঞ্চলানায় বক্তারা সমাজ থেকে দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে নিরক্ষরমুক্ত সমাজ গঠনের উপর বিশেষ গুরুত্ব আরোপ করেন।

পুইছড়ীতে ( Puichori ) প্রায় ২৫০ জন সুবিধা বঞ্চিত জনগোষ্ঠী যাদের আই ডি কার্ডে টিপসই আছে, এমন লোকদের স্বাক্ষরতা শিখিয়ে তাদের জানানো সম্মাননা অনুষ্ঠানে অন্যান্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রোটারিয়ান মাহফুজুল হক, রোটারিয়ান কবি জিন্নাহ চৌধুরী, রোটারিয়ান মুহাম্মদ আছরার, রোটারিয়ান মিতা, রোটারি ক্লাব অব রিভারসাইনের প্রেসিডেন্ট দীপা, রোটারি ক্লাব অব চিটাগাং খুলশীর প্রেসিডেন্ট রোটারিয়ান দিদার, পিপি সামুনুল ইসলাম, রোটারিয়ান আমরান মিয়া, রোটারিয়ান আশফাকুজ্জমান।

উক্ত অনুষ্ঠানে অত্র এলাকার কৃতি তরুণ বাংলাদেশ ফুটবল ফেডারেশনের রেফারি নুরুল আমিন, তরুণ কর্পোরেট ব্যক্তিত্ব গোলাম কিবরিয়া, বাঁশখালী ( Banshkhali ) প্রেস ক্লাবে সাবেক সভাপতি ও দৈনিক পূর্বকোণ প্রতিনিধি অনুপম কুমার দে অভি, দৈনিক আজাদী ও দেশ রুপান্তর প্রতিনিধি কল্যান বডুয়া মুক্তা, দৈনিক চট্টগ্রাম মঞ্চ প্রতিনিধি শফকত চাটগামী, দৈনিক ইত্তেফাক প্রতিনিধি শাহ মোহাম্মদ শফি উল্লাহ , দৈনিক মানবকন্ঠ ও আলোকিত বাংলাদেশ প্রতিনিধি মু. মিজান বিন তাহের, দৈনিক প্রথম আলো প্রতিনিধি হিমেল বড়ুয়া , দৈনিক অধিকার প্রতিনিধি শিব্বির আহমদ রানা, সুলতানুল আনিম চৌধুরী, তরুণ আইন আইনজীবি রায়হান সোবহান, স্বপ্নচুড়ার সভাপতি ফোরকান এলাহীসহ অনেকে। সম্মাননা প্রদান করা হয়, এলাকার বয়স্ক ও স্বাক্ষরহীন ২৫০ জনকে স্বাক্ষর শিখালেন এলাকার সচেতন যুবকেরা যাতে তারা সমাজে নিরক্ষরমুক্ত করার জন্য উৎসাহবোধ করেন। সমাবেশ শেষে এক বর্ণাঢ্য র‌্যালী অনুষ্ঠিত হয়।

Spread the love

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *