BanshkhaliTimes

সাউথ আফ্রিকায় সন্ত্রাসী হামলায় বাঁশখালীর ছেলে নিহত

মনছুর আলম: সাউথ আফ্রিকা প্রবাসী বাঁশখালীর ইলশা গ্রামের মুজিবুর রহমান নামক এক ছেলে সাউথ আফ্রিকায় সন্ত্রাসী হামলায় নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছেন তার পরিবার।

খবর নিয়ে জানা যায়, ২০১৬ সালে জীবিকার তাগিদে সাউথ আফ্রিকা পাড়ি জমান মুজিব। ২০১২ সালে এসএসসি পরীক্ষা দেয়া মুজিব সাউথ আফ্রিকায় নিজের দোকান দিয়েছিলেন। সাউথ আফ্রিকার স্থানীয় সন্ত্রাসীরা তার কাছে চাঁদা দাবি করলে তাদের সাথে কথা কাটাকাটি হয়। এরই জের ধরে সন্ত্রাসীরা তাকে খুন করেছে বলে ধারণা পরিবারের। মুজিবের মৃত্যুর খবর শোনার পর এলাকা ও তার সহপাঠীদের মধ্যে শোকের ছায়া নেমে আসে।

উল্লেখ্য, তার পিতার নাম আহমদ রশিদ। শামসুল চৌধুরী নতুন বাড়ি (মোশারফ আলী বাজারের দক্ষিণে বাড়ী)। তার বাবা কৃষি ব্যাংকের সাবেক কর্মকর্তা।

BanshkhaliTimes
Spread the love

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *