BanshkhaliTimes

সাংবাদিক হেলাল হুমায়ুনের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী পালিত

চট্টগ্রামের বিশিষ্ট সাংবাদিক, শিক্ষানুরাগী ও সমাজসেবক আলহাজ্ব হেলাল হুমায়ুনের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী ৩০ অক্টোবর ২০১৮, মঙ্গলবার পালিত হয়েছে। এ উপলক্ষে মরহুমের চট্টগ্রাম নগরীর দেবপাহাড়স্থ বাসভবনের কমিউনিটি হলে খতমে কোরআন, দোয়া মাহফিল ও আলোচনা সভার আযোজন করা হয়। মরহুমের প্রতিষ্ঠিত আল-হেলাল আদর্শ ডিগ্রী কলেজ(সাতকানিয়া), তালগাঁও আল-হেলাল সরকারি প্রাথমিক বিদ্যালয়(সাতকানিয়া), আল-হেলাল মহিলা মাদরাসা(সাতকানিয়া), বাইতে খোদা জামে মসজিদ(সাতকানিয়া) ও চট্টগ্রাম ইউনানী তিব্বিয়া কলেজ পৃথকভাবে খতমে কোরআন, কবর জেয়ারত, দোয়া মাহফিল ও স্মরণসভা অনুষ্ঠিত হয়।

তিনি ১৯৮১ সন থেকে সাংবাদিকতা পেশায় চট্টগ্রাম ব্যুরো প্রধান হিসেবে দেশের বিভিন্ন জাতীয় দৈনিক যেমন দৈনিক দেশবাংলা, দৈনিক অর্থনীতি, দৈনিক খবরপত্র সহ বিভিন্ন পত্রিকায় কর্মরত ছিলেন। মৃত্যুর আগ পর্যন্ত তিনি বহুল প্রচারিত জাতীয় দৈনিক নয়াদিগন্তের চট্টগ্রাম ব্যুরো চীফ ও চট্টগ্রাম প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন। সাংবাদিকতার গন্ডি পেরিয়ে তিনি শিক্ষার আলো সবার মাঝে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে স্কুল, কলেজ ও মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন। ছাত্রজীবন থেকে লেখালেখি, সামাজিক, সাংস্কৃতিক ও সেবামূলক কর্মকান্ডে উল্লেখযোগ্য অবদান রাখায় তাকে সমাজকল্যাণ ফেডারেশন, এশিয়ান কালচারাল সোসাইটি(ইন্ডিয়া), বাংলাদেশ সোভিয়াত মৈত্রী সমিতি, বাংলাদেশ ইউনানী আয়ুর্বেদিক বোর্ড, উপজেলা ইউনিয়ন পরিষদ সহ বিভিন্ন সরকারি ও বেসরকারী প্রতিষ্ঠান থেকে স্বর্নপদক সহ অনেক পদক এ সম্মানিত করা হয়েছে। দেশের প্রয়াত গুনি ব্যক্তি যেমন এ.কে খান, বিচারপতি আব্দুর রহমান চৌধুরী, সৈয়দ আব্দুল আহাদ আল মাদানী, মাওলানা মুফতি আমীন সহ অনেকের জীবনী গ্রন্হাকারে তার সম্পাদনায় প্রকাশিত হয়েছে। তার বর্ণাঢ্য জীবনে তিনি বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন, সমাজসেবা অধিদপ্তর, বাংলাদেশ ইউনানী মেডিকেল এসোসিয়েশন, জাতীয় দিবস উদযাপন কমিটি, বাংলাদেশ মানবাধিকার বাস্হবায়ন সংস্হা, চট্টগ্রাম প্রেস ক্লাব, চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন, মুভমেন্ট ফর প্রেস ফ্রিড়ম বাংলাদেশ, আল্লামা ফজলুল্লাহ ফাউন্ডেশন, বায়তুশ শরফ সহ অসংখ্য সরকারি ও বেসরকারী প্রতিষ্ঠানের ব্যবস্হপনা পরিষদের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দ্বায়িত্ব পালন করেছেন। সাংবাদিক হেলাল হুমায়ুন কবি ও হাকিম মাওলানা ইসমাঈল হিলালী ও লোহাগাড়ার চুনতীর বড় মাওলানা খ্যাত মাওলানা আব্দুল হাকিম এর মেয়ে আনসারা বেগম ছিদ্দিকার একমাত্র পুত্র। তিনি ১৯৫৬ সালের ১৫ জুন চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার তালগাঁও গ্রামের হেলাল মন্জিল এ জন্মগ্রহন করেন এবং ২০১৬ সালের ৩০ অক্টোবর ইন্তেকাল করেন।

প্রেস বিজ্ঞপ্তি

Spread the love

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *