বাঁশখালী টাইমস: বাঁশখালী পূর্ব নাটমুড়ানিবাসী জাফর আহমেদ ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজেউন। তিনি দৈনিক পূর্বদেশের স্টাফ রিপোর্টার ওয়াসিম আহমেদের পিতা।
মরহুম জাফর আহমেদ দীর্ঘদিন ধরে ক্যান্সারে আক্রান্ত ছিলেন। আজ সন্ধ্যা ৭ টায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭০।
আগামীকাল সকাল ১০ টায় পূর্ব নাটমুড়া আজিজিয়া মাদরাসা প্রাঙ্গনে মরহুমের জানাজা অনুষ্ঠিত হবে।
মরহুমের আত্মার মাগফেরাত, শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি সমবেদনা ও গভীর শোক জানিয়েছেন দৈনিক পূর্বদেশ সম্পাদক মুজিবুর রহমান, নগর ও নাগরিক সভাপতি লায়ন এম আইয়ুব, নাগরিক নিউজ সম্পাদক আরকানুল ইসলাম, বাঁশখালী টাইমস সম্পাদক আবু ওবাইদা আরাফাত প্রমুখ।