সহকারী জজ হলেন বাঁশখালীর ছেলে রায়হান চৌধুরী

সহকারী জজ/জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট হলেন বাঁশখালীর ছেলে এ.এইচ.এম. রায়হান চৌধুরী

বাঁশখালী টাইমস:১১ তম বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষায় সহকারী জজ হিসেবে নিয়োগ পেলেন বাঁশখালীর কৃতি সন্তান এ এইচ এম রায়হান চৌধুরী।
গত ৩১ ডিসেম্বর ঘোষিত ফলাফলে বাঁশখালীর দুজন এতে নিয়োগপ্রাপ্ত হন।

তিনি ২০০১ সালে
পশ্চিম বাঁশখালী উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি এবং পরবর্তীতে প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি(অনার্স) ও এলএলএম ডিগ্রী সম্পন্ন করেন।
তিনি দীর্ঘ ৭ বছর ধরে চট্টগ্রাম জজ কোর্টে আইনজীবী হিসেবে প্র্যাকটিস করছেন। তাঁর বাড়ি ইলশা গ্রামের হাদু চৌধুরী বাড়িতে। তিনি বিশিষ্ট ব্যাংকার মরহুম আবদুস সবুর চৌধুরীর দ্বিতীয় পুত্র।

তিনি ২০১৫ সালে মুক্তিযুদ্ধের চেতনাবাহী সংগঠন সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ হতে মনোনয়ন পেয়ে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সর্বোচ্চ ভোটে নির্বাচিত নির্বাহী সদস্য হয়েছিলেন।

বাঁশখালী টাইমসকে তিনি বলেন- ন্যায় বিচার প্রতিষ্ঠায় যা যা করণীয় তা করে যাবেন। নিজের অবস্থান থেকে দেশ ও মানুষের সেবা করার ইনশাল্লাহ সর্বোচ্চ চেষ্টা করবেন।

Spread the love

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *