মুহাম্মদ মিজান বিন তাহের, বাঁশখালী: বাঁশখালীর ১৪টি ইউনিয়নের নির্বাচন আগামী ১৫ জুন অনুষ্ঠিত হবে। পুরাতন ও বর্তমান চেয়ারম্যানদের পাশাপাশি নতুন অনেক প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছে। আজ বৃহস্পতিবার (২৬ মে) মনোনয়নপত্র প্রত্যাহারের শেষদিনে চেয়ারম্যান পদে ৮ জন, সংরক্ষিত সদস্য পদে ৩ জন, সাধারণ সদস্য পদে ২৮ জন মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন।
এদের মধ্যে চেয়ারম্যান পদে খানখানাবাদ ইউনিয়নে ২ জন- ১.মোঃ এনামুল হক চৌধুরী ও ২.মোঃ নেজাম উদ্দীন, কালীপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে ১ জন- ফরহাদুল আলম, বৈলছড়ি ইউনিয়নে চেয়ারম্যান পদে ২ জন- ১.মোঃ জামাল উদ্দীন ২. রাশেদ আলী, চাম্বল ইউনিয়নে চেয়ারম্যান পদে ২ জন- ১.আবুল কাশেম চৌধুরী ২. এস এম আলী নেওয়াজ চৌধুরী ও সরল ইউনিয়নে চেয়ারম্যান পদে ১ জন- ইমরানুল হক মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন।
অন্যদিকে সংরক্ষিত মহিলা সদস্য পদে বাহারছড়ায় ১ জন, শীলকূপে ১ জন ও গন্ডামারায় ১ জনসহ মোট ৩ জন মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন।
সাধারণ সদস্য (মেম্বার) পদে পুকুরিয়ায় ৫ জন, সাধনপুরে ২ জন, বাহারছড়ায় ২ জন, সরলে ৫ জন, শীলকূপে ১ জন, গন্ডামারায় ৪ জন, চাম্বলে ৭ জন, পুঁইছড়িতে ২ জন ও ছনুয়ায় ১ জনসহ মোট ২৮ জন মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন।
উল্লেখ্য, বাঁশখালী উপজেলা নির্বাচন অফিস থেকে প্রাপ্ত তথ্য অনুসারে চেয়ারম্যান পদে ৭৮ জন, সংরক্ষিত মহিলা সদস্য পদে ১৬৩ জন এবং সাধারণ সদস্য পদে ৫৯২ জন প্রার্থী নির্বাচনে অংশগ্রহণ করবেন।