াঁশখালীতে ৭টি অস্ত্র সহ আটক ২
মুহাম্মদ মিজান বিন তাহের: বাঁশখালী উপজেলার সরল ইউনিয়নে বুধবার (১৩ জুন) গভীর রাতে বাঁশখালী থানা পুলিশের একটি চৌকষ দল গোপন সংবাদের ভিত্তিতে ৭ নং সরল ইউনিয়নের হারুনবাজার এলাকা হতে ৪ টি একনলা বন্দুক ও ৩ টি এলজিসহ মোট ৭ টি অস্ত্রসহ ২ জনকে আটক করেছে।
আজ বিকেলে চট্টগ্রাম পুলিশসুপার কার্যালয়ে সংবাদ সম্মেলনের মধ্যেমে এ তথ্য দেওয়া হয়।
আটককৃতরা হলেন, বাঁশখালী উপজেলার সরল ইউপির দক্ষিণ সরল গ্রামের সোলতান আহম্মদের পুত্র মোহাম্মদ আলী (৫০) এবং মৃত অজি উল্যার পুত্র উমর মাদু (৫৫) প্রকাশ মাইদ্যা।
এ ব্যাপারে বাঁশখালী থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সালাহউদ্দিন হিরা বলেন, আমি এবং থানা পুলিশের নেতৃত্বে ৪ টি একনলা বন্দুক ও ৩ টি এলজিসহ ২ জনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে বাশখালী থানায় ১৮৭৮ সনের আর্মস এ্যাক্ট এর 19 (a) ধারায় নিয়মিত মামলা রুজু করা হয়েছেস অভিযান অব্যাহত থাকবে। বাঁশখালীতে ডাকাত সন্ত্রাসী চাঁদাবাজদের কোন স্থান হবে না বলে জানান ওসি।