বাঁশখালী টাইমস প্রতিবেদক: চলমান মহামারিতে অর্থনৈতিকভাবে বিপর্যস্ত অসহায় পরিবারের মাঝে উপহার সামগ্রী বিতরণ করেছেন সরল আমিরিয়া উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্র-ছাত্রী পরিষদ
উক্ত বিদ্যালয়ের বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীদের সাথে যোগাযোগ ও ফান্ড গঠন করে এই মানবিক উদ্যোগ সম্পন্ন হলো। একান্ত মানবিকতার তাগিদে সবাই যার যার অবস্থান থেকে এগিয়ে এসেছেন। উদ্যোক্তাদের কেউ নাম প্রকাশ করতে রাজি হননি।
তাদের মধ্যে একজন বাঁশখালী টাইমসকে বলেন- ‘প্রচারের প্রত্যাশার চেয়ে মানুষের উপকারে মানুষ এগিয়ে আসুক। আমরা আশাকরি বাঁশখালীর প্রত্যেক স্কুলের প্রাক্তন শিক্ষার্থীরা এলাকার অসহায় মানুষের ক্ষুধা নিবারণে এগিয়ে আসবে।