তাফহীমুল ইসলাম, বাঁশখালী টাইমস: বাঁশখালী থানার অন্তর্গত ৭নং সরল ইউনিয়নের ঐতিহ্যবাহী দ্বীনি ও সমাজ সেবামূলক সংগঠন ‘সরল দাওয়াতুন্নবী সাল্লাললাহু আলাইহি ওয়াসাল্লাম সংস্থার উদ্যোগ দুঃস্থ ও অসহায়দের মাঝে খাদ্য সামগ্রী ও মাস্ক বিতরণ আজ ২৯ জুলাই বৃহস্পতিবার সকাল ১০টার সময় সরল আমিরিয়া উচ্চ বিদ্যালয়ের হল রুমে সরল দাওয়াতুন্নবী সঃ সংস্থার মহাসচিব মাওলানা নিজামুদ্দিন আল হোসাইনী ও মাওলানা সোহাইল মাহমুদের যৌথ সঞ্চালনায় সংস্থার সিনিয়র সহ সভাপতি মাওলানা আব্দুল মাজেদ সাহেবের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরল আমিরিয়া উচ্চ বিদ্যালয়ের গভর্নিং বডি সভাপতি ও সাবেক ইউপি সদস্য জনাব সিরাজদ্দৌল্লাহ চৌধুরী। সংস্থার সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংস্থার কেন্দ্রীয় অর্থ সম্পাদক মাওলানা মাহবুবুল হাসান, সহ সভাপতি মাওলানা হাফেজ শাহেদুর রহমান,মাওলানা মুহাম্মদ ইব্রাহিম, যুগ্ন সাধারণ সম্পাদক মাওলানা শাহাদাৎ হোসাইন, যুগ্ন সাংগঠনিক সম্পাদক মাওলানা আহমুদুর রহমান, দপ্তর সম্পাদক মাওলানা জসিম উদ্দীন মিসবাহ, কার্যনির্বাহী সদস্য মাওলানা মোস্তফা কামাল, মাওলানা আবু ছৈয়দ, মাওলানা হাফেজ ক্বারী জহিরুল ইসলাম, ও মাওলানা মুজিবুর রহমান প্রমুখ।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংস্থার সিনিয়র সহ সভাপতি মাওলানা আব্দুশ শাকুর, মাওলানা রফিকুল ইসলাম, খাদ্য সামগ্রী বিতরন কমিটির অর্থ সম্পাদক এডভোকেট মাওলানা হাফেজ আব্দুল হান্নান, চট্টগ্রাম আবাসিক বি-ব্লক কেন্দ্রীয় মসজিদের পেশ ইমাম মাওলানা হাফেজ আজিজ ইউছুফ ৭নং সরল ইউনিয়নের ২নং
অনুষ্ঠানে সরকারি স্বাস্থ্য ও বিধিনিষেধ মেনে সামাজিক দুরত্ব বজায় রেখে হিন্দু সম্প্রদায়ের ১০জন সহ সরল ইউনিয়নের ১, ২ ও ৩নং ওয়ার্ডের মোট ১১৫ জন অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে খাদ্য সামগ্রী ও আগত সকলের মাঝে মাস্ক বিতরণ করা হয়।
পরিশেষে, করোনা মহামারী থেকে দেশ-জাতির সুরক্ষা এবং খাদ্য সামগ্রী বিতরন তহবিলে সাহায্য দাতা সকল শুভাকাঙ্ক্ষীদের সার্বিক কল্যাণ কামনা করে দোয়া ও মোনাজাত করেন অনুষ্ঠানের সভাপতি মাওলানা আব্দুল মাজেদ।