মুহাম্মদ মিজান বিন তাহের : ভয়াবহ অগ্নিকান্ডে বিপুল পরিমাণ মালামালসহ ৫টি দোকানের গোডাউন পুড়ে ছাই হয়ে গেছে।
মঙ্গলবার (১৪ নভেম্বর) গভীর রাতে উপজেলার সরল ইউপির কাহারঘোনা নতুন জালিয়াখালী বাজারে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
জানা যায়, দোকান গুলো আবদুর রশিদ মাঝির মালিকানাধীন, তবে দোকান গুলো ভাড়া নিয়ে দীর্ঘ দিন যাবৎ জাল ও বিভিন্ন নিত্য প্রয়োজনীয় গোডাউন হিসেবে ব্যবসা পরিচালন করে আসছেন স্হানীয় ব্যবসায়ী আহমদ উল্লাহ কোম্পানি, কাছিম মাঝি প্রকাশ (হাসিম মাঝি),আক্তার মাঝি, কোম্পানী, ইউছুপ মাঝি।
আজ ( ১৫ নভেম্বর) গভীর রাতে সংঘটিত অগ্নিকন্ডে ৫ টি দোকান পুড়ে অনন্ত ২০ লক্ষাধিক টাকা মালামাল পুড়ে ছাই হয়ে যায়।
তবে কি কারণে এ অগ্নিকান্ড সংঘটিত হয়েছে তা নিশ্চিত করতে পারেনি ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীরা।