বাঁশখালী টাইমস: সরকারিকরণ হলো বাঁশখালী বালিকা উচ্চবিদ্যালয়। বাঁশখালীর এই প্রথম কোনো উচ্চবিদ্যালয় সরকারিকরণ হলো। গতকাল (৩০ আগস্ট-২০১৭) বুধবার রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব আবু আলী মো. সাজ্জাদ হোসেনের স্বাক্ষরিত (স্মারক নং- ৩৭,০০,০০০০.০৭১.৮১.০০২.১৭ অংশ-১; -৮২২) প্রজ্ঞাপনে জাতীয়করণ করা হলো এই স্কুলটিকে। কলেজ লেভেলে ক’দিন আগে অবশ্য আলাওল ডিগ্রি কলেজও সরকারিকরণ হয়েছিল।
বাঁশখালী বালিকা উচ্চবিদ্যালয়সহ নতুন করে আরও ১০টি বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়কে সরকারি করা হয়েছে। এ বিষয়ে গতকাল (বুধবার) পৃথক দুটি প্রজ্ঞাপন জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়। এগুলো নিয়ে দেশে সরকারি মাধ্যমিক বিদ্যালয় হচ্ছে ৩৪৮টি।
প্রজ্ঞাপনে বলা হয়, সরকারি হওয়া বিদ্যালয়গুলোর শিক্ষকেরা অন্যত্র বদলি হতে পারবেন না। সরকারের সিদ্ধান্ত হলো, যেসব উপজেলায় কোনো সরকারি মাধ্যমিক বিদ্যালয় ও কলেজ নেই, সেগুলোতে একটি করে বিদ্যালয় ও কলেজকে সরকারি করা। ধারাবাহিকভাবে সেটি করা হচ্ছে।