সরকারিকরণের শেষ ধাপটিও পার করল আলাওল কলেজ

বাঁশখালী টাইমস ডেস্ক:

আলাওল ডিগ্রি কলেজ সরকারি হওয়ার ঘোষণা হয়েছে বহু আগে, কিন্তু তা বাস্তবায়ন হতে সময় নিল কিছুদিন। গত পরশু তার বাস্তবায়ন হলো। পূর্ণ সরকারি কলেজে রূপ নিল কলেজটি। বাঁশখালীর প্রথম সরকারি কলেজ।

 

পৌরসভা সদর, বাঁশখালীর সকল স্থাবর অস্থাবর সম্পত্তি সরকারের নিকট হস্তান্তর-প্রক্রিয়া (Deed of gift) গত ১৬-০৫-২০১৭ খ্রি. কলেজের অধ্যক্ষ মো. ইদ্রিসের নেতৃত্বে সুসম্পন্ন হলো। এর সাথে-সাথে কলেজ সরকারিকরণের সর্বশেষ ধাপটিও সফলতার সাথে অতিক্রম করল আলাওল ডিগ্রী কলেজ। এতে সংসদসদস্য আলহাজ্ব মোস্তাফিজুর রহমান চৌধুরীর অবদান অনস্বীকার্য।  সংসদসদস্য  মহোদয়ের ঐকান্তিক প্রচেষ্টার ফলেই আলাওল ডিগ্রী কলেজ সরকারিকরণ সম্ভব হলো। বাঁশখালীবাসীও তাদের দীর্ঘদিনকার চাওয়া পূরণ করল।

উল্লেখ্য, গেল ২০১৬ সালের জুলাইতে এ কলেজটি সরকারিকরণের অনুমোদন পায়।

Spread the love

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *