লোহাগাড়া উপজেলার সর্ববৃহৎ সেচ্ছাসেবী সংগঠন, “LBDG তথা লোহাগাড়া রক্তদান গ্রুপের” ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী ৩ই নভেম্বর ২০১৯, সকাল থেকে বিকাল ৪টা পর্যন্ত র্যালী, থ্যালাসেমিয়া সচেতনতা আলোচনা, কুইজ প্রতিযোগিতা, সংগঠন সম্মাননা এবং গুণীজন সংবর্ধনা উপজেলা পাবলিক হল রুমে সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি তোহা কায়সারের সভাপতিত্বে সংগঠনের এডমিন রিদওয়ানুল হকের সঞ্চালনায় ৬ষ্ঠ বর্ষপূর্তি উদযাপন অনুষ্ঠিত হয়।
এতে সেচ্ছাসেবী সংগঠন একুশে ফাউন্ডেশনকে মানবতার কাজে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে সম্মাননা স্মারক প্রদান করা হয়।
অনুষ্ঠানে অতিথিবৃন্দের হাত থেকে সংগঠনের প্রতিষ্ঠাতা এডমিন শামিম উল্লাহ আদিল এবং কার্যকরী সদস্য মোহাম্মদ মিজানুর রহমান মিজান সম্মাননা গ্রহণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে লোহাগাড়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম উপস্থিত ছিলেন।
প্রেস বিজ্ঞপ্তি